1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

মুগদায় কীটনাশক পানে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর মুগদার কমিশনার গলিতে কীটনাশক পানে আব্দুল্লাহ আল-নাফি (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

আল নাফি কুমিল্লার বরুড়া উপজেলার মহিপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে উত্তর মুগদার কমিশনার গলিতে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বড় ভাই আব্দুল্লাহ আল-শাফি জানান, নাফি ও আমি যমজ ভাই। নাফি ২০২৩ সালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে। পরে নারায়ণগঞ্জের তোলারাম কলেজে ভর্তি হয়। সে পড়াশোনা নিয়ে বিষণ্নতায় ভুগছিল।

তিনি জানান, গতরাতে কাউকে কিছু না বলে হঠাৎ সে কীটনাশক পান করে এ ঘটনা ঘটায়। জানতে পেরে দ্রুত তাকে আমরা মুগদা হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি।

 

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অমিত হাসান বলেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

 

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি নিহত শিক্ষার্থী শিক্ষাজীবন নিয়ে বিষণ্নতায় ভুগছিল। এ কারণে কীটনাশক পান করে সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট