পটুয়াখালী শহরের স্বনির্ভর রোডের চরপাড়া এলাকার কয়েকটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০টি ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
এ ছাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়াররা ছাড়াও জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে গিয়ে সদর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মো. কামরুজ্জামান আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
Leave a Reply