মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর মতিঝিল থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপাদান না থাকায় এ মামলার দায় হতে তাকে অব্যাহতির আদেশ দিয়েছেন।
মামলাটিতে অপু ছাড়া আরও তিন আসামিকে অব্যাহতি দিয়েছেন বিচারক মো. রেজাউল করিম। অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন- হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন। এদিকে অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।
বিচার শুরু হওয়া আসামিরা হলেন- নাফিজ ইউনাইটেড কর্পোরেশনের ম্যানেজার ও স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ. এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের কর্মী ফায়েজুর রহমান।
আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।
Leave a Reply