ব্যাটসম্যানদের খেলা ক্রিকেটে বোলাররাও কম যান না। নিজেদের দিনে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ান। সেরা সব ডেলিভারিতে ব্যাটারকে ফাঁদে ফেলেন। শুধু তাই নয় সেই ফাঁদে পা দিতে ব্যাটারদের বাধ্য করেন। আদায় করে নেন উইকেট। দলকে ম্যাচ জয়ের পথে এগিয়ে নেন।
ক্রিকেটপ্রেমীরা টেস্টে ইনিংসে ১০ উইকেটের বিরল কীর্তির প্রথম সাক্ষী হয়েছিল ১৯৫৬ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ইংল্যান্ডকে একাই জয় এনে দিয়েছিলেন জিম ল্যাকের। প্রথম ইনিংসে ৯ অজি ব্যাটারকে একাই সাজঘরে ফেরান এই কিংবদন্তি বোলার। এরপর দ্বিতীয় ইনিংসে অজিদের ইনিংসের সবকটি উইকেট পকেটে পুরেন।
ইনিংসে ১০ উইকেট নিয়ে নাম লেখান বিরল এক রেকর্ডে। সেই ইনিংসটিতে ৫১.২ ওভার বল করে ৫৩ রান খরচায় ১০ উইকেট তুলেছিলেন ল্যাকের। তার দাপুটে অজিরা অলআউট হয়েছিল ২০৫ রানে। ইংল্যান্ড সেই টেস্ট জিতেছিল ইনিংস ও ১৭০ রানের বিশাল ব্যবধানে।
এ তালিকায় সবশেষ নাম আজাজ প্যাটেল। ২০২১ সালে ওয়াংখেড়ে ভারতের প্রথম ইনিংসের ১০ উইকেটই নিজের পকেটে পুরেছিলেন এই স্পিনার। ৪৭.৫ ওভার হাত ঘুরিয়ে ১১৯ রান খরচায় এই কীর্তি গড়েন তিনি। তবে এমন কীর্তি গড়েও দলকে জেতাতে পারেননি এই স্পিনার। ওই টেস্টে তার দল নিউজিল্যান্ড হারে ৩৭২ রানের বিশাল ব্যবধানে।
Leave a Reply