প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে নাম লিখিয়েছেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর থেকেই আলোচনায় রয়েছেন এই আম্পায়ার। সম্প্রতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত দিয়ে বেশ আলোচিত হন তিনি।
জানা গেছে, ৬ তারিখ প্রথম ওয়ানডে হবে নাগপুরে। সেখানে অনফিল্ড আম্পায়ার থাকবেন সৈকত। ৯ তারিখের দ্বিতীয় ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ার। আর ১২ তারিখ আহমেদাবাদের তৃতীয় ওয়ানডে ম্যাচে ফের অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।
যেহেতু ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল, তাই ইংল্যান্ড সিরিজে ব্যস্ত থাকায় ফাইনালে দেখা যাবে না সৈকতকে।
Leave a Reply