নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, হয়তো আমরা আর বেশি দিন নাই, এই চোরদের আর নির্বাচিত করিয়েন না। আপনারা সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে- এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে, এই টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা করতে হয় আমাদের।
উপদেষ্টা বলেন, দুর্নীতি ওদের রক্তে সঙ্গে মিশে গেছে। এখন আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে উপকার হবে।
তিনি বলেন, নৌ-পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে। এছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালু হবে।
এ সময় বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের জনগণের পক্ষে দাবি তুলে ধরেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হোসেন রাজিব চৌধুরী।
পরে দুপুর ১টায় মনপুরা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন নৌপরিবহণ উপদেষ্টা।
সমাবেশে উপস্থিত ছিলেন- সাবেক সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, মনপুরা থানার ওসি আহসান কবির প্রমুখ।
Leave a Reply