1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

আওয়ামী দুঃশাসনে ক্ষতিগ্রস্থ একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-

আওয়ামী দুঃশাসনে সর্বাধিক ক্ষতি গ্রস্থ উপজেলার একমাত্র প্রতিষ্ঠানটি সাহেবগঞ্জ টেকনিক্যাল বিএম কলেজ। একমাত্র শিক্ষায় মানুষকে অন্য প্রাণি জগৎ থেকে পৃথক করেছে। শিক্ষা যে কোন জাতি গঠনের মূল ভিত্তি। প্রকৃত শিক্ষা সামাজিক ও জাতীয় উৎকষ ত্বরাম্বিত করে এবং কালক্রমে পারস্পর ক্রমোন্নতির মাধ্যমে জাতিকে শীর্ষে পৌচ্ছে দেয়।সমকালীন চাহিদার পরিপ্রেক্ষিতে প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার দিকে চালিত করা জরুরি। আওয়ামী দুঃশাসনে সর্বদিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ করেছেন নওগাঁর সাহেব গঞ্জ টেনিক্যাল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাদেক সরদার।
তিনি বলেন, এই কলেজটি এমপিও ভূক্ত হলেও আইন লঘন করে স্থানীয় এমপি ইসরাফিল আলম এমপিও কর্তন করে (যাহা হাই কোট ও সুপ্রিমকোট দ্বারা পূনঃবহাল) করা হয়। আওয়ামী দুঃশাসনে কলেজের সকল প্রকার অনুদান থেকে বঞ্চিত রাখা হয় আওয়ামী শাসন আমলের ১৬টি বছর। আওয়ামী সন্ত্রাসী দিয়ে কলেজের আসবাবপত্র (দরজা জ্বানালা,ষ্টিল আলমারী ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। শুধু এখানেই ক্ষান্ত না হয়ে কলেজের প্রবেশ পথ ও গেট নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেন আওয়ামী ক্যাডার বাহিনী।
এরপরও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম দমিয়ে রাখতে পারে নাই। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অনুষ্ঠিত গত কয়েক বছরে এইচ এসসি(বিএম) পরীক্ষায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ উপজেলার শীষে রয়েছে। তিনি আরো বলেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তরিকতা ও শিক্ষক মন্ডলীর প্রচেষ্টার ফলে এমন ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। এর পরেও আওয়ামী দুঃশাসনের ফলে প্রতিষ্ঠানের কোন একাডেমিক ভবন, রাস্তা, বাউন্ডারিওয়াল, কলেজের আসবাবপত্র, কম্পিউটার ল্যাব ক্লাশ রুমে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষাথীরা খুব কষ্টে ক্লাশ করছেন।
আমি আশা করবো অর্ন্তবতীকালিন সরকারজেলা প্রশাসন, উপজেলা প্রশাসনএাুশিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিবৈষম্য দুর করে শিক্ষা নিয়ে নোংরা রাজনৈতিক বন্ধ করে এলাকার শিক্ষার্থীর প্রতি সু-দৃষ্ঠি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট