শেখ রবিউল ইসলাম রবি খুলনা
দীর্ঘদিন পর ক্রীড়ামোদী দর্শকের স্বতস্ফূর্ত উচ্ছ্বাসে মাতলো খুলনা জেলা স্টেডিয়াম। রবিবার জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খুলনা বিভাগীয় ম্যাচে জাতীয় ক্রিকেট লীগে অংশ নেয়া বিভাগের ১০ জেলার ক্রিকেটাররা লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেয়। এতে ৫ উইকেটে সবুজ দল জয়লাভ করে। টসে জিতে লাল দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করেন। জবাবে সবুজ দল ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, দেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি, জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু ও সদস্য সচিব দেবব্রত পাল, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
বিভাগীয় পর্যায়ে খেলা শেষে ১৬ জানুয়ারি থেকে ঢাকায় টুর্নামেন্টের মূলপর্ব শুরু হবে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
Leave a Reply