1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
Title :
দূষণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিল পরিবেশ অধিদপ্তর বনানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, চার আসামি কারাগারে সিলেট ও সুনামগঞ্জের বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময় নওগাঁয় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি আ.লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দিতে হবে: মঈন খান এতদিন দেখে দেখে পড়তে দাঁত ভেঙে যাওয়ার মতো লোকগুলো এমপি হয়েছিল বলছেন প্রধান উপদেষ্টা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরবে ডিএমপিতে চালু হলো অনলাইনে জিডি, যেভাবে করবেন বীরগঞ্জে “আমাদের ক্লিনিকে” প্রসূতির মৃত্যুতে এলাকাবাসীর ক্ষোভ ! ফের লাগামহীন নিত্যপণ্যের বাজার, বিপাকে ভোক্তারা

মাদ্রাসা দখলমুক্ত চেয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ভবন দখল হয়ে যাওয়ার সময় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও পাননি বলে অভিযোগ করেছে মাদ্রাসার পরিচালনা পরিষদ। এ অবস্থায় ওই ভবন দখলমুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বুধবার (২০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্ষদের নেতারা এ দাবিসহ ছয়টি দাবি তুলে ধরেন। পরিষদ নেতাদের অভিযোগ- মাওলানা মাহফুজুল হক ও তার অনুসারীরা অবৈধভাবে এই মাদ্রাসার ভবন দখলে নিয়ে রেখেছেন। অথচ আদালত থেকেও বিষয়টি এর আগে নিষ্পত্তি হয়েছিল। ভবন দখলের পাশাপাশি রয়েছে লুটপাট, ভাঙচুর ও অর্থ তছরুপের অভিযোগও। সেগুলোর ক্ষতিপূরণও দাবি করেছেন পরিষদ নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিচালনা কমিটির সহসভাপতি হারুনুর রশিদ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিস্ফোরণে আগস্টের যে তারিখে উড়ে গিয়েছিল ফ্যাসিবাদী রেজিমের ক্ষমতার মসনদ, ঠিক সে দিনই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে জামি’আ রাহমানিয়া আরাবিয়া জবর দখল করে নেয় মাওলানা মাহফুজুল হক এবং তার ভাই মাওলানা মামুনুল হক ও তার অনুসারীরা। ৫ আগস্ট বিকেল ৩টার পর মাদ্রাসায় অবস্থানরত ছাত্রদের বড় একটি অংশ আনন্দ-মিছিলে অংশগ্রহণ করতে মাদ্রাসা থেকে বের হয়। গণস্রোত যখন গণভবনের দিকে। মুক্তির এই আনন্দের ক্ষণকে কালিমালিপ্ত করে অকল্পনীয়ভাবে সুযোগ-সন্ধানীদের আরেকটি স্রোত ছিল জামি’আ রাহমানিয়ার ভবনমুখী। এদের হাতেই চরম দুঃখজনক ও নিন্দনীয় ঘটনাটি ঘটে যায়। দখল করে নেয় তারা মাদ্রাসার ভবন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মাদ্রাসার ভবন দখল ইস্যুতে জামি’আ পরিচালনা পরিষদ আদালতের কাছে ২০১৪ সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ঘোষণা করা আহ্বায়ক কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার আবেদন করে। আদালত প্রথম আদেশেই ওই আহ্বায়ক কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরে মামলাটি হাইকোর্টে গেলে সেখান থেকে রায় হয়, আল্লামা আজিজুল হকের ঘোষণা করা আহ্বায়ক কমিটি অবৈধ।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার ইতিহাস তুলে ধরে বলা হয়, ২০২১ সালে জামিআর মাদ্রাসা কর্তৃপক্ষ আদালতের আদেশে সম্পূর্ণ আইনিভাবে প্রতিষ্ঠানটির দখল বুঝে নেয়। বৈধ পরিচালনা পরিষদ ভবনটির দখল বুঝে পাওয়ার পর মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে আরেক পক্ষ প্রতিষ্ঠানটি পুনরায় ফিরে পেতে কোনো আইনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেননি। বরং মাওলানা মাহফুজুল ২০২১ সালে বছিলাসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে ‘জামিয়া রাহমানিয়া আজিজিয়া’ নামে সম্পূর্ণ নতুন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যার কার্যক্রম এখনো চলছে।

মাদ্রাসার পরিচালনা পরিষদের নেতারা বলেন, পরে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়ে রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসায় যোগ দেন। ওই সময় সংবর্ধনা সমাবেশে দেওয়া ভাষণে তিনি জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা ভবন দখল না করার কথা বলেছিলেন। কিন্তু আগস্ট গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতা যখন ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন করছিল, সুযোগসন্ধানীরা সেই ফাঁকে হামলা করে মাদ্রাসা ভবন দখলে নেয়।

সংবাদ সম্মেলনে যে ছয়টি দাবি তুলে ধরা হয় সেগুলো হলো—  মাওলানা মাহফুজুল হক বেআইনি পথে জামি’আ রাহমানিয়ার ভবন জবরদখল করেছেন। এর প্রতিকারে তাকেই নিজ দায়িত্বে ভবন ত্যাগ করে প্রকৃত কর্তৃপক্ষের কাছে চাবি বুঝিয়ে দিতে হবে।

ওয়াকফ প্রশাসককের জারি করা অবাস্তব, অন্যায্য ও বেআইনি নোটিশ বাতিল করতে হবে এবং প্রকৃত কমিটিকে বহাল রাখতে হবে। দখলদাররা স্বেচ্ছায় ভবন ত্যাগ না করলে জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ করে প্রতিষ্ঠানটি প্রকৃত কমিটিকে বুঝিয়ে দিতে হবে। ভবন জবরদখলের সময় লুটপাট, ভাঙচুর এবং সম্পদ ও নগদ অর্থ তছরুপ করা হয়েছে। জরুরি জিনিসপত্রের পাশাপাশি শিক্ষকদের বেতনের জন্য ব্যাংক থেকে তুলে রাখা নগদ আট লাখ টাকাও লুট করা হয়েছে। সরকারকে এর প্রতিকার ও ক্ষতিপূরণে ব্যবস্থা নিতে হবে; ন্যায় বিচার করতে হবে।  জবরদখলকারী ও বেআইনিভাবে জারি করা ওয়াকফ প্রশাসনের নোটিশ বিষয়ে আদালতের কাছ থেকে যথাযথ সিদ্ধান্ত চেয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ওয়াকফ প্রশাসনের দুর্নীতি বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এই পদক্ষেপ ত্বরান্বিত করা ও ধর্ম মন্ত্রণালয়ের কেউ দুর্নীতিতে জড়িত থাকলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। গত ৫ আগস্ট জামি’আর ভবনে দখলকাণ্ড চলাকালে প্রশাসনের সহায়তা চেয়েও পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি কাজী মুজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুনীর সাঈদ, কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল গাফফার, সদস্য আব্দুর রব, আলহাজ আব্দুল মতিন।  আরও উপস্থিত ছিলেন- জামি’আ রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র ভাইস প্রিন্সিপাল মুফতি ইবরাহীম হেলাল, ভাইস প্রিন্সিপাল মুফতি সাঈদ আহমাদ, সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ূম আল মাসউদ, মুফতি বুরহানুদ্দীন কাসেমী, মাওলানা ক্বারী মুনীরুজ্জামান কাসেমী, মুফতি মীযানুর রহমান কাসেমী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট