নিজস্ব প্রতিডবেদকঃ রাজধানী পল্টন মোড় এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে অটোরিকশা আরোহী মোহাম্মদ জাকির হোসেন নামে এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। তিনি বেসরকারি একটি ব্যাংকে চাকরি করতেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।
রোববার (১৭ নভেম্বর) ভোরে পল্টন মোড়ে ইউনিক পরিবহনের বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তি অটোরিকশার যাত্রী ছিলেন এবং আহত ব্যক্তি অটোরিকশা চালক।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আহত ব্যাংক কর্মকর্তাকে সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।
পল্টন থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো. আরিফ উল্লাহ জানিয়েছেন, পল্টন মোড়ে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাকির হোসেন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাস ট্রাক জব্দ করা হলেও চালকরা পালিয়েছে।
Leave a Reply