গত ২৩ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তে গুলি ছুঁড়ে ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় মনসুর ও তার দলবল। সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই ডিমের আড়তে হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়েন মনসুর ও তার তিন সহযোগী সন্ত্রাসী। পরে দোকানের ক্যাশ থেকে তারা ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান। যাওয়ার সময় ফাঁকা গুলি ছোঁড়েন, যাতে কেউ এগিয়ে আসতে না পারেন।পুলিশ সূত্র জানায়, মনসুর পাহাড়তলী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১২টি মামলা রয়েছে।
২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তে রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাসুদ রানাকে খুনের মামলার আসামি এই মনসুর। টাকা লুট করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়। এ ঘটনার পর অস্ত্র-গুলিসহ মনসুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি বিচারাধীন।
Leave a Reply