কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবীদ্বারে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলো- মো. জুনায়েদ হোসেন (১২) ও ফাহিমা আক্তার (৯) ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মন্তু মেম্বার বাড়ির অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকার এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম।
আহত অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমসহ তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি বাস অন্য আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জুনায়েদ এবং হাসপাতালে নেওয়ার পথে ফাহিমা মারা যায়।
আবাসিক শিক্ষার্থী হওয়ায় জাহাঙ্গীর আলম নিজেই অটোরিকশাটি চালিয়ে সন্তানদের মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, ঘটনার পর উত্তেজিত জনতা সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে। দুর্ঘটনার পর স্বজনরা দুই শিশুর লাশ বাড়িতে নিয়ে গেছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply