লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের নাগের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।মারা যাওয়া দম্পতি হলেন- সগির আহমেদ রিন্টু (৫২) ও শাহনাজ আক্তার শানু (৩৮)। দম্পতির মৃত্যুর বিষয়টি জানিয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিন্টু অটোরিকশা চালক। ঘটনার সময় অটোরকিশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুইজন মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এনিয়ে কারো কোন অভিযোগ নেই।
Leave a Reply