নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে করা আন্দোলনে পুলিশের শটগানের গুলিতে আহত পোশাক শ্রমিক চম্পা খাতুন (২৫) চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আহত মোরশেদা বেগম (৩৫) হাসপাতালে ভর্তি আছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের একটি ওয়ার্ডে মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত চম্পার পেটে, বুকে হাতে গুলিবিদ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে।
নিহতের ভাই বলেন, আমার বোন জেনারেশন নেক্স টু ফ্যাশন লিমিটেডে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করে। গত চারমাস ধরে তাদের বেতন দেয় না। এ নিয়ে গত ২৩ অক্টোবর সকালের তারা আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। এ সময় আমার বোনের পেটে ও বাম হাতে গুলি লাগে। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা গেছে।
তিনি বলেন, কাজ করছে বেতন দেয় নাই, বেতন চাওয়া কি আমাদের অপরাধ? এভাবে তারা আমার বোনকে গুলি করে হত্যা করলো।
Leave a Reply