রাজধানীর খিলগাঁওয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের নাম মো. গাজী সুজন (২৫)।
রোববার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানাধীন আকানগর এলাকায় অভিযান পরিচালনা করে গাজী সুজনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৫ মার্চ মোস্তাফিজুর রহমান তার নিজস্ব টিভিএস ফোরভি লাল রঙের মোটরসাইকেলটি খিলগাঁও থানার বনশ্রীতে তার অফিসের নিচের গ্যারেজের সামনে লক করে রেখেছিলেন।
পরে অনুসন্ধানের ভিত্তিতে গত রোববার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে অভিযুক্ত গাজী সুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজনের দেওয়া তথ্যে রাতেই পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন নুরজাহানপুর মধ্যপাড়ায় ডালিম মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া টিভিএস ফোরভি লাল রঙের মোটরসাইকেলটি উদ্ধার করে।
সুজনের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে একই জেলার নবীনগর থানাধীন ধরাভাঙ্গা এলাকার নূর মোহাম্মদের বাড়ি থেকে আজ ভোরে একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল ও দোলাইগঞ্জ এলাকার পবিত্র বমনের বাড়ি থেকে একটি পালসার ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply