তিনটি ধর্ষণসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা সবুজ মৃধাকে (৩২) ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব!
আটককৃত সবুজ মৃধা মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে কালকিনি থানার ওসি সোহেল রানা।
তিনি জানান, শিকারমঙ্গল ইউপি যুবলীগের সক্রিয় সদস্য সবুজ মৃধার বিরুদ্ধে কালকিনি থানা এবং মাদারীপুর আদালতে তিনটি নারী ধর্ষণ মামলা, তিনটি বিস্ফোরক মামলা, দুইটি মানবপাচার ও অন্যান্য দুইটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ওই সব মামলা মাথায় নিয়ে তিনি পালিয়ে ছিলেন।
তিনি বলেন, যুবলীগ নেতা সবুজ মৃধাকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর র্যাবের সহযোগিতায় গ্রেফতার করে কালকিনি থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply