মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের একটি পাম অয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ মে) সকাল ৯টা ১১ মিনিটে রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্টারি জায়া এলাকায় এ ঘটনা ঘটে।
সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার জানান, শনিবার সকালে কারখানাটির স্টিম বয়লার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে মোট চার কর্মী দগ্ধ হন।
আহতদের বাংলাদেশি একজন, স্থানীয় একজন, নেপালি নাগরিক দুইজন। প্রত্যেকের পা পুড়ে গেছে। যাদের সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।
খবর পেয়ে, বেস্টারি জায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার কেন্দ্র থেকে চারটি অগ্নিনির্বাপক দলের একটি দল এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে জানা যায়, শ্রমিকরা যখন মিলের কাজের জন্য স্টিম বয়লার ব্যবহার করে পানি গরম করার কাজ করছিলেন তখন বিস্ফোরণটি ঘটে।
মুখলিস আরও জানান, দমকলকর্মীরা আসার আগেই আগুন নিভে গিয়েছিল। স্থানীয়রা হতাহতদের কাছাকাছি তানজং কারাং হাসপাতালে নিয়ে যান।
Leave a Reply