শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ২৪ বোতল মদসহ এক সিনিয়র আইনজীবী এবং মদ সরবরাহকারী দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই রাতে পৃথক অভিযানে ৫০০ কেজি চিনি ও ১৫০ গ্রাম গাঁজাসহ আরও দুইজনকে আটক করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলতলা মহাখালী ও দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে আইনজীবী সুধাংশু কালোয়ার (৫৫), মোটরসাইকেল চালক নিবির সাংমা ওরফে টুনটুন (২৫) এবং মফিজুল ইসলামকে (২৭) আটক করা হয়। তারা কালাকুমা গ্রামের বাসিন্দা।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের শিমুলতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেল আটক করে। এতে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ বাজারে গিয়ে মদ গ্রহণের সময় আইনজীবী সুধাংশু কালোয়ারকে কৌশলে গ্রেপ্তার করা হয়।
একই রাতে কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সামনে থেকে ভারতীয় চিনি ভর্তি একটি অটোরিকশা জব্দ করে পুলিশ। এসময় চালক রাজু মিয়াকে (২০) আটক করা হয়। তিনি হালুয়াঘাট উপজেলার বেতকুড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
এছাড়া রাত পৌনে ১০টার দিকে শহরের গাজিরখামার টেম্পু স্ট্যান্ড এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন ওরফে জুলফিকারকে (৪৮) গ্রেপ্তার করা হয়। তিনি মৃত নূর মোহাম্মদের ছেলে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply