1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

‘হিমোফিলিয়া চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতিতে জোর দিতে হবে’

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

র‌্যালি-সমাবেশসহ নানা আয়োজনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বেলুন উড়িয়ে তিনি কর্মসূচির সূচনা করেন। এরপর র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ডি-ব্লক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে হিমোফিলিয়া সেন্টার রয়েছে, সেখানে মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচকে কাজে লাগিয়ে এটিকে একটি কম্প্রিহেনসিভ কেয়ার সেন্টারে উন্নীত করা হবে। শুধু চিকিৎসা নয়, গবেষণা, প্রশিক্ষণ এবং রোগী সহায়তা কার্যক্রমের মাধ্যমে হিমোফিলিয়া রোগীদের জন্য টেকসই সমাধান নিশ্চিত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অনেক রোগী মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা নিয়ে ডেন্টাল বিভাগে আসেন, কিন্তু বুঝতে পারেন না যে তারা হিমোফিলিয়া রোগে ভুগছেন। সচেতনতা বাড়ানো জরুরি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, হিমোফিলিয়া শুধু পুরুষ নয়, নারীদেরও হতে পারে। নারী রোগীদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবীর, বিএমইউ হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান, হিমোফিলিয়া সোসাইটির সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ।

বক্তারা হিমোফিলিয়ার জন্য কেন্দ্রীয় রোগী রেজিস্ট্রি প্রণয়ন, চিকিৎসায় ব্যবহৃত ফ্যাক্টর ৮ ও ৯ এর সহজলভ্যতা, এবং শয্যা সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

একই দিন সকালে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় গোলটেবিল বৈঠক, যেখানে স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে হিমোফিলিয়া রোগীদের জন্য গাইডলাইন প্রণয়ন, স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ, এবং কেন্দ্রীয় রেজিস্ট্রি তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। দুপুর ১টায় আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে হিমোফিলিয়া রোগীদের সর্বোত্তম চিকিৎসা, শল্য চিকিৎসার গাইডলাইন, এবং জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তিনটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— অধ্যাপক ডা. এবিএম ইউনূস, অধ্যাপক সালমা আফরোজ, অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, অধ্যাপক মো. মনিরুজ্জামান, অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস এবং ডা. জান্নাতুল ফেরদৌস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট