1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

আগামীতে ট্রাভেল কর যাত্রী নিজেই দেবে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

যাত্রীদের ট্রাভেল কর এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। কিন্তু আগামীতে যাত্রীদের ট্রাভেল কর যাত্রী নিজেই দেবে। তারা কর দিয়ে চালান নেবে। সেই করের চালান দেখিয়ে ট্রাভেল করতে হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব কথা বলেন।

আলোচনায় দেশের বেসরকারি এয়ারলাইনসগুলোর সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের ওপর আমদানি শুল্ক ও ভ্যাট অব্যাহতি, উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির ওপর করহার কমানোর দাবি করেছে।

আবদুর রহমান খান বলেন, এখন কর দেওয়া বাচ্চাদের খেলনার মতো। অনেক সহজ। কোনো ঝামেলা নেই। তারপরও কাঙ্ক্ষিত কর পাচ্ছি না। যা খুবই দুঃখজনক।

করহার কমানো দাবির প্রসঙ্গে তিনি বলেন, এমন দেশ নেই, যেখানে এতো কম করহার। তারপরও করহার আরও কমানোর জন্য আপনারা বিভিন্ন দাবি তুল ধরছেন। তাদের জন্য বলছি, করের অর্থ দিয়ে দেশের ব্যয় চালানো হয়। কিন্তু রাজস্ব আদায় কমলে দেশ চালানোর অর্থ কোথায় পাব। তবে যাদের কর ও ভ্যাট হার অনেক বেশি, তাদের বিষয়ে আলোচনা হচ্ছে। কীভাবে কর ও ভ্যাট হার সহনশীল জায়গায় আনা যায়।

করের বৈষম্য দূর হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন ভ্যাট আদায়ে তৈরি হচ্ছে বৈষম্য। বৈষম্য দূর করতে কাজ করছি। পরিকল্পনা করেছি, সিঙ্গেল ডিজিটের ভ্যাট হার ব্যবস্থা রাখতে।

ট্রাভেল করের বিষয়ে তিনি বলেন, যাত্রীদের ট্রাভেল কর এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের টিকিটের দামের সঙ্গে যোগ করে নিয়ে নেয়। এই ট্রাভেল করের টাকা সরকারের, কিন্তু অনেক ক্ষেত্রেই এই টাকা সরকার পায় না। অনেক ক্ষেত্রেই এয়ারলাইন কোম্পানিগুলো সরকারি কোষাগারে এই রাজস্ব জমা দেয় না। দেখা যায়, কখনো কখনো কোম্পানি দেউলিয়া হয়ে যায়, তখন সেই ব্যবসা বন্ধ করে তারা চলে যায়। এতে সরকারের কোটি কোটি টাকা পাওনা থাকলেও সেই রাজস্ব আর পায় না। কোম্পানিও সেই রাজস্ব দেয় না। তাই আমরা চাচ্ছি, যাত্রীদের ট্রাভেল কর যাত্রী নিজে দেবে। তারা কর দিয়ে চালান নেবে। কর চালান দেখিয়ে চলে যাবে।

আলোচনায় বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার অ্যান্ড সুইচগিয়ার ৬৫ শতাংশ কাঁচামালের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের দাবি জানায়। আবার বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক পাঁচ শতাংশ রাখাসহ ফিনিক্স পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক রাখার দাবি সংগঠনটির।

এ ছাড়া স্থানীয় সোলার প্যানেল উৎপাদকদের ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তার দাবি জানিয়েছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। যাত্রীবাহী নৌযানের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ওপর ভ্যাট অব্যাহতির দাবি বাংলাদেশ ইংল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট