1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড়

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৬৪৪টি প্রধান সুপারমার্কেট রমজান উপলক্ষে ১০,০০০টিরও বেশি পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছে।

একটি কো-অপারেটিভ মোট ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

 

শীর্ষ অফার ও ছাড়ের হার

অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির লুলু হাইপারমার্কেটে ৫,৫০০ পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। আরেকটি কো-অপারেটিভ ৫,০০০+ পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে।

এছাড়াও বিভিন্ন সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে। যেমন- চাল, চিনি, তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, পোলট্রি, ডাল, রুটি ও গম।

রমজান মাসে ক্রেতাদের জন্য এই বিশাল ছাড়ের সুযোগ একটি বড় স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

 

খাদ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য নিয়ন্ত্রণ

 

এদিকে মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজি বাজারে প্রতিদিন ১৫,০০০ টন খাদ্য আমদানি হচ্ছে। আর আবুধাবি বাজারে প্রতিদিন ৬,০০০ টন খাদ্য সরবরাহ করা হচ্ছে।

একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় রমজানে ৪২০টি পরিদর্শন অভিযান পরিচালনা করবে, যাতে কোনো দোকান মূল্যবৃদ্ধি করতে না পারে।

 

নিয়মিত বাজার পর্যবেক্ষণ

মন্ত্রণালয়টি জানায়, ২০২৪ সালে শহরগুলোতে ৮০,২৪৯টি চমকপ্রদ অভিযান পরিচালনা করা হয়েছিল। যার মধ্যে ৮,৩৮৮টি অনিয়ম ধরা পড়ে।

এছাড়াও ১৪টি বড় সুপারমার্কেটের সঙ্গে ইলেকট্রনিক লিংক (অনলাইন নজরদারি) স্থাপন করা হয়েছে। যাতে কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে তাৎক্ষণিকভাবে ধরা পড়ে।

 

ভোক্তাদের অভিযোগ জানানোর উপায়

সেই সঙ্গে কেউ যদি মূল্য পরিবর্তন বা নিম্নমানের পণ্য লক্ষ্য করেন, তাহলে ৮০০১২২২ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অভিযোগ করা যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালে ১,৮৯১টি ভোক্তা অভিযোগের ৯৩ শতাংশই দ্রুত সমাধান করা হয়েছে। সূত্র: খালিজ টাইমস ও গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট