ইউক্রেনে গতকাল রাতে ১৫৪টি ড্রোন হামলা করেছে রাশিয়া। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে খারকিভের বিভিন্ন এলাকায়। এতে খারকিভ এবং ওডেসার দুজন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহতও হয়েছেন। খবর আল-জাজিরার। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খারকিভের অন্তত চার স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার
read more