চট্টগ্রামের আনোয়ারায় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ২টায় উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রাম থেকে আটক করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে ২টি লোহার কাটার, ১টি প্লাস্টিকের হাতলযুক্ত ধারালো ছোরা, ১টি হাতল, ১টি হাতলসহ লোহার অ্যাংগেল, ১টি লোহার ড্রাই উদ্ধার করা হয়; এছাড়া ডাকাত দলকে বহনকারী একটি
read more