গ্রাহকের উৎস থেকে এলসি পেমেন্ট না করে ফোর্সড লোনের সৃষ্টির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ ও অবৈধ এলসির মাধ্যমে ৫৭ কোটি ৮৪ লাখ ১২ হাজার ২৩৪ টাকা আত্মসাতের অভিযোগে রুপালি ব্যাংকের সাবেক এমডি ফরিদ উদ্দীনসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- রূপালী ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, সাবেক উপমহাব্যবস্থাপক মো. আবুল খায়ের ও শীতল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দিদারুল ইসলাম।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১