1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

৪.৯ ডিগ্রিতে কাঁপছে ভারতের রাজধানী

  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

তুষারাবৃত পাহাড় থেকে ঠাণ্ডা বাতাস এসে পুরোপুরি কাঁপিয়ে দিল ভারতের রাজধানী শহরকে। একধাক্কায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। একই সঙ্গে কাঁপছে শ্রীনগর, শিমলা, মানালির মতো উত্তর ভারতের বিভিন্ন জায়গা। আশঙ্কা থাকছে তুষারপাতেরও।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল দিল্লির তাপমাত্রা। হাড় কাঁপানো উত্তর-পশ্চিমী বায়ুর দাপটে এই মৌসুমের শীতলতম দিনের সাক্ষী থাকল ভারতের রাজধানীবাসী। যা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি কম।

শুধু তাই নয়, একদিন আগেই দিল্লির তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি। সেখান থেকে একধাক্কায় যে সর্বনিম্ন তাপমাত্রা চারের ঘরে পৌঁছে গেছে, সেটার নেপথ্যে আছে তুষারাবৃত পাহাড় থেকে বয়ে আসা শীতল বাতাস এবং দিল্লির পরিষ্কার আকাশ।

গত বছর ডিসেম্বরেও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯। সেই দিনটা ছিল ১৫ ডিসেম্বর। ২০২২ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি, দিনটা ছিল ২৬ ডিসেম্বর।

আর ২০২১ সালে সেটা ৩.২ ডিগ্রিতে নেমে গিয়েছিল, ২০ ডিসেম্বরে। 

তবে ডিসেম্বরে দিল্লির ইতিহাসে তাপমাত্রা সবচেয়ে কমে গিয়েছিল ১৯৩০ সালে। সেদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি।

শুধু দিল্লি নয়, প্রবল শীতে কাঁপছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাও। শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে গেছে। হাড় কাঁপানো ঠাণ্ডায় জমে যাচ্ছেন পর্যটকরা। তবে সেই আবহাওয়া উপভোগও করছেন তারা।

ভারতের সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক পর্যটক বলেন, কাশ্মীরে চতুর্থবার এলাম। দুর্দান্ত আবহাওয়া। ডাল লেক দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।

তারইমধ্যে এখন যাঁরা হিমাচল প্রদেশে বেড়াতে গেছেন, তারা বরফও পাবেন।

ভারতের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার লাহুল ও স্পিতি, চাম্বা, কুল্লু, কাংড়ার মতো জেলায় তুষারপাত হতে পারে।

 

এদিকে বুধবার শিমলার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি। মানালির তাপমাত্রা ১.৯ ডিগ্রিতে নেমে গেছে। কল্পার সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের ৪ ডিগ্রি নিচে নেমে গেছে। কুল্লুর সর্বনিম্ন তাপমাত্রা ০.৪ ডিগ্রি।

ভারতের অপর ট্যুরিস্ট ডেস্টিনেশন দেরাদুনের সর্বনিম্ন তাপমাত্রা হলো ৪.৮ ডিগ্রি। পিথোরাগড়ের পাারদ এক ডিগ্রিতে নেমে গেছে। মুসৌরির পারদ ঠেকেছে ৫.২ ডিগ্রিতে। মুনশিয়ারির সর্বোচ্চ তাপমাত্রা শূন্য ডিগ্রি। অর্থাৎ উত্তর ভারতের অন্যান্য রাজ্যের মতো উত্তরাখণ্ডও ঠাণ্ডায় কাঁপছে। সূত্র: হিন্দিস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট