গত সোমবার ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব সূর্যবংশী। তবে পরের ম্যাচেই ব্যর্থ এই তরুণ তুর্কি। গতকাল বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ডাক খেয়েছেন তিনি। মূলত মুম্বাইয়ের পরিকল্পনার কাছেই ব্যর্থ হয়েছে বৈভব।
ম্যাচ শেষে মুম্বাইয়ের পেসার দীপক চাহার বলেন, ‘গুজরাটের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল বৈভব। প্রতিটা ব্যাটারের খেলার একটা ধরন থাকে। সবার ব্যাটারই কিছু জায়গায় খুব শক্তিশালী হয়, আবার কোথাও দুর্বল। বোলার হিসাবে আমার দায়িত্ব দুর্বল জায়গাটা খুঁজে বের করা।’
‘আমরা সব ব্যাটারের জন্যই সেই পরিকল্পনা করি। কখনও সেটা কাজে লাগে, কখনও লাগে না। এই ম্যাচে কাজে লেগেছে। আমরা জানি বৈভব প্রতিভাবান। আশা করি ভবিষ্যতে ও ভাল খেলবে।’-যোগ করেন মুম্বাইয়ের এই অভিজ্ঞ পেসার।
আইপিএলে মুমাই ম্যাচের আগে পর্যন্ত যে তিনটি ম্যাচ খেলেছে বৈভব, সেটা থেকে স্পষ্ট, সে শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করে। চাহার সেই কারণেই স্লো বল করেছিলেন। ফলে ঠিকমতো টাইমিং করতে পারেনি বৈভব। ফাঁদে পা দিয়ে আউট হয়েছে এই ওপেনার।
এদিন ২১৮ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে ১১৭ রানে শেষ হয়ে যায় রাজস্থান। ১০০ রানে হেরে যায় তারা। এর আগে প্রথমে ব্যাট করে মুম্বাই ২১৭ রান তুলেছিল।
মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা (৫৩) এবং রায়ান রিকেলটন (৬১) মিলে ১১৬ রানের জুটি গড়েছিলেন। তাদের তৈরি করা ভিতে রানের ইমারত গড়েন সূর্যকুমার যাদব (৪৮ রানে অপরাজিত) এবং হার্দিক পান্ডে (৪৮ রানে অপরাজি)।
Leave a Reply