অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক মালয়েশিয়াকে শক্তি দেখাল শ্রীলংকা। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬২ রান তোলার পর মালয়েশিয়াকে অলআউট করে দিয়েছে ২৩ রানে। যা অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এমন দিনে শ্রীলংকা নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ১৩৯ রানের বিশাল ব্যবধানে।
জবাব দিতে নেমে লংকানদের বোলিং তোপের মুখে পড়ে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার মেয়েরা। ৬ ব্যাটার সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। দলীয় সর্বোচ্চ ৭ রান আসে ওপেনার নূর আলিয়া বিনতির ব্যাট থেকে। লংকানদের বোলিং তোপের এদিন ১৪.১ ওভারে শেষ হয় মালয়েশিয়ার ইনিংস। লংকানদের হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন চামোদি প্রাবোদা।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। এর আগে, গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মেয়েরা ৬৮ রানে অলআউট হয়েছিল। সেটিই ছিল সর্বনিম্ন। তবে মালয়েশিয়ার এমন অলআউট হওয়ার নজির আছে আরও। বাংলাদেশের বিপক্ষে গত এশিয়া কাপে ২৯ রানে অলআউট হয়েছিল দলটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১