কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ১৬ মামলার আসামি বদি আলম প্রকাশ বদিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ভোরে কক্সবাজারের ঈদগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান।
গ্রেফতার বদি আলম পশ্চিম সাতঘরিয়া পাড়ার নজির আহমেদের ছেলে। র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ায় ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। আব্দুর রহমানের সঙ্গে তার প্রতিপক্ষ ইয়াবা কারবারিদের ওইদিন প্রকাশ্য দিবালোকে বাজারে বাগ-বিতণ্ডা হয়। পরে রাতে ঘটনার মূল পরিকল্পনাকারী বদি আলম প্রকাশ বদি ছুরিকাঘাত করে আবদুর রহমানকে হত্যা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বদি আলম প্রকাশ বদিকে ঈদগাঁও উপজেলার পূর্ব নাপিতখালী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় ভোরে গ্রেফতার করা হয়। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, টেকনাফ মডেল থানায় বদি আলমের বিরুদ্ধে তিনটি হত্যা, পাঁচটি অস্ত্র, ছয়টি মাদক, একটি ডাকাতি প্রস্তুতিসহ ১৬টি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১