1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

হু হু করে চলে যাচ্ছে এমবি, জানুন কমানোর উপায়

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

গাঁটের পয়সা খসিয়ে কয়েক জিবি নেট কিনে ব্রাউজিং করতে যাবেন, তখন দেখলেন হোয়াটসঅ্যাপ ডাটা আপডেট নিচ্ছে। খরচ হবে কম করে হলেও দেড় জিবি। মাথা খারাপ করা অবস্থা বটে! এমন বিড়ম্বনা থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। হু হু করে এমবি কাটাও আটকানো যাবে। সেক্ষেত্রে সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে।

ভার্চুয়াল এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইন নির্ভর। বন্ধুবান্ধব কিংবা অফিসের কাছে প্রায়ই অডিও, ভিডিও কিংবা ফাইল পাঠানো হয়। এসব শেয়ারের ক্ষেত্রে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে অ্যাপটি অত্যন্ত নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যখন আরও ছবি এবং ডকুমেন্ট শেয়ার করবেন, তখন অধিক ডেটা খরচ হবে।

এই পদ্ধতিতে অনায়েসে কমাতে পারবেন ডাটা অপচয়—

  • প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
  • তারপর উপরের ডানদিকে দৃশ্যমান ৩ ডট আইকনে ক্লিক করুন এবং সেটিংস অপশনে যান।
  • সেটিংসে যাওয়ার পর স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করতে হবে।
  • নেটওয়ার্ক অপশনের অধীনে কলের জন্য ‘কম ডেটা ব্যবহার করুন (Use Less data for Calls)’ বিকল্পটি পাবেন।
  • যদি আপনি এই অপশনটি আনএবল করা থাকে তাহলে চালু করুন। এটি আপনার ডেটা সাশ্রয়ে সাহায্য করবে।

ছবির কোয়ালিটির ক্ষেত্রে—

  • ‘Use Less data for Calls’ অপশনের নিচে, মিডিয়া আপলোড কোয়ালিটির অপশনটি দেখতে পাবেন।
  • এই ফিচারে আপনি দুটি অপশন পাবেন যার মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি।
  • যদি ডেটা সংরক্ষণ করতে চান তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিকল্পটি বেছে নিন।
  • যদি এইচডি কোয়ালিটি বেছে নেন তাহলে বেশি ডেটা খরচ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট