চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার হত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠন চাঁদপুর হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। রাব্বি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আজাদ সরকারকে হত্যা মামলার আসামী।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক ।
রাব্বি হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের দোকান ভাংচুর ও লুঠপাট মামলারও আসামি।
আজাদ সরকার হত্যায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন খুনের শিকার আজাদ সরকারের ছেলে আহমেদ কবির হিমেল সরকার। এই মামলায় রাব্বিসহ ১৫ জনের নাম উল্লেখ ও ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করা হয়।
৪ আগস্ট দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ যুবদল নেতা মিজানুর রহমান সেলিমের ইলেকট্রনিক্স পণ্যের শোরুম ও গোডাউন লুটপাট ও ভাংচুর করা হয়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। এই ঘটনায় তিনি গত ২০ আগস্ট ছাত্রলীগ নেতা রাব্বিসহ ৭৪ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে আসামিকে হাজীগঞ্জ থানায় মামলা করেন।
জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় ঢাকা থেকে হত্যা, দোকান লুটপাট ও ভাংচুর মামলার আসামি মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১