হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে চানপুর গ্রামে বজ্রপাতে মোঃ রেজাউল হক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের আমিনুর রহমানের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
তিনি জানান, রেজাউল হক নামে ওই কিশোর বাড়ির পাশে উঠানে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ করে ঝড়ের সাথে বৃষ্টিপাত শুরু হলে রেজাউল হক বজ্রঘাত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রেজাউল হকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১