একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে এটি প্রত্যাহারের দাবি করা হয়েছে।
বুধবার (৭ মে) চট্টগ্রাম প্রেস ক্লাবে সর্বস্তরের ‘সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশ’ নামে একটি সংগঠন সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
এতে বক্তারা বলেন, দেশের একজন সফল, সৎ ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ শিল্পপতির বিরুদ্ধে এ ধরনের মামলা শুধু উদ্দেশ্যপ্রণোদিত নয়, এটি দেশের শিল্প, অর্থনীতি ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। সুফি মিজানুর রহমান একজন আলোকিত ব্যক্তি, যিনি ইসলামের সুফিবাদী ধারায় অনুপ্রাণিত হয়ে দেশের শিল্প, শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় অসামান্য অবদান রেখে চলেছেন। তার পৃষ্ঠপোষকতায় পরিচালিত পিএইচপি কোরানের আলো, আন্তর্জাতিক কিরাত সম্মেলন, এবং আন্তর্জাতিক শাহাদায়ে কারবালা মাহফিলসহ নানাবিধ কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত।
বক্তারা জানান, সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ মামলার কোনো ভিত্তি নেই। তার ব্যক্তিগত ও ব্যাবসায়িক জীবনে কখনোই কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। ধরনের হয়রানিমূলক মামলা দেশের প্রকৃত সুফি আদর্শে বিশ্বাসী মুসলমানদের হৃদয়ে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিচ্ছে। দেশের উন্নয়ন, ইসলামি সংস্কৃতি ও মানবসেবায় নিবেদিত এমন একজন আলোকিত মানুষকে হয়রানি না করে, বরং তার অবদানকে সম্মান জানানো উচিত।
সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মামলাটি দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাজী মঈনুদ্দিন আশরাফী, অসিয়র রহমান, সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা একরামুল করিম ও আব্দুল হাই মাসুম প্রমুখ।
Leave a Reply