সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহণ শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দেওয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
মানববন্ধনে শ্রমিকরা জানান, তাদের পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের ওই বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা দেয় বাস মালিক সমিতি। এরপর থেকে বাসটি চলাচলের অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের নিকট গিয়েও অনুমতি পাননি তারা।
বক্তারা বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলে অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার ছয়টি পরিবহণ সংগঠন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবহণ ঐক্য পরিষদের সভাপতি ফয়জুর নুর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১