ভারতের সঙ্গে করা অসম চুক্তি নিয়ে আলোচনা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে- এগুলো নিয়ে আলোচনা হবে। আমাদের মন্ত্রণালয় থেকে চিঠিও দিচ্ছি। যেগুলো অসম আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় তা দেখার জন্য।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি পুলিশের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশের তদন্ত পুলিশ করবে- এটা অন্য কোনো সংস্থা করার সুযোগ নাই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনী করবে। আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায়।
সার নিয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন সারের কোনো সংকট নেই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর যেসব ডিলাররা এর সঙ্গে জড়িত হবে আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।
তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, তারা অবশ্যই সার পাবে এবং ন্যায্যমূল্যেই পাবে। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।
সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উলটা-পালটা অনেক খবর প্রচার করত; কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা সত্যটা প্রকাশ করায় এখন বিদেশি মিডিয়া এখন আর আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারে না। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সব ক্ষেত্রে সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি আইনশৃঙ্খলা ও কৃষিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন এবং যেসব সমস্যার কথা আলোচিত হয়েছে সেই বিষয়গুলো তার মন্ত্রণালয় ছাড়াও অন্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের অবহিত করা হবে বলে জানান।
Leave a Reply