সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক এবং পৃথক অভিযানে স্বর্ণ পাচারের অভিযোগে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জানুয়ারি) ভোরে চান্দুরিয়া বিওপির একটি দল গোয়ালপাড়া সীমান্ত থেকে মো. আজিজুল ইসলাম (৫০) এবং মো. আনিসুর রহমান (১৮) নামের দুই ব্যক্তিকে আটক করে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
অপরদিকে, দুপুরে কাকডাঙ্গা সীমান্তে মো. কামাল হোসেন (৩৫) নামের একজনকে ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৩০ লাখ ৯১ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, অনুপ্রবেশের অভিযোগে আটক দুই ব্যক্তিকেও থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১