সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৮০ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি-৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়াইনঘাটের সোনারহাট, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে মহিষ, কমলা, চিনি, মেহেদি, গরুর মাংস, চকলেট ও ফেনসিডিল।
এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও চোরাচালানী পণ্য পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জব্দকৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১