ক্রীড়া ডেস্ক: টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। দুই দল আজ (রোববার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। সিরিজ হার এড়াতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আজ ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করছে লিটন দাসের দলকে।
রবিবার (১৩ জুলাই) ডাম্বুলায় সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে আনা হয়েছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া শ্রীলঙ্কা একাদশে কোনো পরিবর্তন আনেনি। আগের ম্যাচের সফল একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা।
ম্যাচপূর্ব মন্তব্যে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, ডাম্বুলার পিচ ব্যাটিংয়ের জন্য খুব বেশি কঠিন নয় এবং এখানে ১৮৫ রানের স্কোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), জাকের আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দুসান শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসাই, মাহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।
Leave a Reply