বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বরে বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র তারেক রহমানের নেতৃত্বে জনগণ ব্যর্থ করে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান’ শীর্ষক এই সমাবেশে গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকুরা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, ভারত সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা করছে। কিন্তু এতে কাজ হবে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। বরং ভারতের অহংকার, আগ্রাসন ও শোষণ নীতির কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৈমুর রহমান তুলা মিয়ার সভাপতিত্ব এবং আব্দুল হামিদ ও আনিসুর রহমান সোহাগের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এম এ জলিল, খন্দকার আইয়ুব, আতিকুর রহমান মিলন, সাবিনা ইয়াসিন, ইবাদুল হক জাহিদ, আলতাব হোসেন আলতু, আনোয়ার কবির, আনিসুর রহমান, মোকলেসুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১