নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেছেন, আমরা এটিকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।
শনিবার (১২ জুলাই) সকালের ফেসবুকের এক পোস্টে তিনি এ স্বাগত জানান।
তিনি পোস্টে লেখেন, ‘জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের তদন্ত চলমান থাকায় সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা এটিকে জবাবদিহিতার দিকে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।’
তিনি আরও লেখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করবে, সমস্ত সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা প্রত্যাহার করবে এবং এই মর্যাদাপূর্ণ ভূমিকার অখণ্ডতা এবং সামগ্রিকভাবে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করবে। বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী স্বচ্ছতা, সততা এবং ন্যায়বিচারের উত্থান দেখে খুশি।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১