সাভারের বিভিন্ন স্থানে নারীদের হেনস্তাকারী যুবক খালেদ মাহমুদ ওরফে হৃদয়ের (২১) বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানা সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করে। পরে সেই মামলায় আটককৃত হৃদয়কে গ্রেফতার দেখানো হয়।
হৃদয় সাভারের আমিনবাজারের হিজলা মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ভরতকাঠি এলাকায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার দুপুর সোয়া ২টার দিকে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে খালিদ মাহমুদ হৃদয় খান নামের একটি আইডিতে করা পোস্ট দেখেন। পোস্টে ওই ব্যক্তি ছদ্মবেশ ধারণ করে রাস্তায় একজন নারীকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে।’ এরপর ওই নারী নিজেকে হিন্দু বলে জানালে উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘হিন্দু তাতে কী হয়েছে, এ জন্য কি মানুষকে দেখানো লাগবে বল?’
এজাহারে আরও বলা হয়, ওই ভিডিওর মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করাসহ হিন্দু–মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়। পরে এসআই ফয়সাল আলম অভিযান পরিচালনা করে হৃদয় খানকে আটক করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১