এরই মধ্যে পুলিশের হাতে ধরা পড়েছে অভিনেতার ওপর হামলাকারী। অবশেষে পরিবারের পক্ষ থেকে মুখ খুললেন বোন সোহা আলি খান। ভাইকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে দুবেলা নিয়ম করে দেখা করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সাইফের স্বাস্থ্যের প্রসঙ্গে সোহা বলেন, ‘আমরা খুব খুশি যে, ভাই চিকিৎসায় সাড়া দিচ্ছে, দ্রুত সেরে উঠছে। আমরা খুবই ভাগ্যবান, যা হয়েছে তার থেকে আরও বেশি খারাপ কিছু হয়নি।’ সাইফ এই মুহূর্তে চিকিৎসাধীন লীলাবতী হাসপাতালে। খুব ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্য ছাড়া আর কেউ নবাব-পুত্রের কাছে পৌঁছতে পারছেন না। জখম অবস্থাতেও যেভাবে হাসপাতালে ঢোকেন তিনি, তাতে অভিনেতার সাহসিকতার তারিফ করছেন তার চিকিৎসকেরাও।
Leave a Reply