[caption id="attachment_6425" align="alignleft" width="300"] বিজ্ঞাপন[/caption]
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট থেকে শুরু করে কিয়ারা আদভানিসহ অনেকেই নাকি অভিনেতা বরুণ ধাওয়ানের মাত্রাছাড়া রসিকতার শিকার হোন। এ বিষয়ে সদা হাসিখুশি ও প্রাণোচ্ছ্বল অভিনেতা কি জবাব দিলেন।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিজের ছবির সহ-অভিনেত্রীদের সঙ্গে হাসিঠাট্টা হরহামেশাই করে থাকেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। কিন্তু কোথায় থামতে হবে সেটিই বোঝেন না এ অভিনেতা। তার আচরণে নাকি অপ্রস্তুত হয়ে পড়েন অনেক অভিনেত্রী। অনেকেই বরুণের এ রসিকতা পছন্দ করেন না।
বিতর্কের সূত্রপাত একটি ভিডিও থেকে। ‘যুগ যুগ জিও’ নামক একটি ছবিতে একসঙ্গে কাজ করেন অভিনেত্রী কিয়ারা আদভানি ও বরুণ ধাওয়ান। সেই ছবির একটি প্রচারমূলক ভিডিওতে কিয়ারার সঙ্গে পোজ করতে করতেই তার গালে চুম্বন করে বসেন বরুণ। ভিডিওটি কিয়ারা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্টও করেন। সেখানেই অভিনেত্রীর চোখেমুখে নাকি অস্বস্তির ছাপ খুঁজে পান নেটিজেনরা। সেই সময় অনেকেই দাবি করেন— বরুণ একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন।
এই প্রসঙ্গে বরুণ বলেন, আসলে পুরোটাই পূর্বপরিকল্পিত ছিল। কিয়ারা এতটাই ভালো অভিনেত্রী... ওর অভিব্যক্তি এমন ছিল যে, কারও মনেই হয়নি এটা পূর্বপরিকল্পিত। তবে বেশ কয়েক বছর আগে আলিয়ার সঙ্গে বরুণ এমন এক ঘটনা ঘটান। যেখানে বরুণ আচমকাই আলিয়ার কোমর জড়িয়ে ধরেন। তখনও নেটিজেনদের একাংশ দাবি করেন, আলিয়া বরুণের এই কাণ্ডে অপ্রস্তুত হয়ে পড়েন। ঘটনাটি ‘হাম্পি শর্মা কি দুলাহনিয়া’ ছবি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে।
এ ঘটনাকে বরুণ অবশ্য ‘পূর্বপরিকল্পিত’ বলেননি। অভিনেতা জানান, এমনটা তিনি আচমকাই করেছিলেন, কারণ আলিয়া তার বন্ধু। তিনি বন্ধুদের সঙ্গে এমন ঠাট্টা করেই থাকেন। তবে কখনো কোনো সহ-অভিনেত্রীর সঙ্গে সে অর্থে অশালীন আচরণ করেননি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১