ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জেরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানসহ অন্তত ২০ জন।
বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চানমণি পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। দীর্ঘ সময় চলা সংঘর্ষে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয়দের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালেমা বেগম নামে এক নারী তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে পাশের গ্রাম দিয়ে হেঁটে যাওয়ার সময় তৌহিদুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় ইট-পাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। পরিস্থিতি সামাল দিতে গেলে ইউএনও ও ওসি সরাসরি হামলার শিকার হন। তাদের সঙ্গে আরও অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সংঘর্ষে জড়িত দুই পক্ষের বহু মানুষ এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘সংঘর্ষের পেছনে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply