নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে গতকাল বুধবার (১ মে) রাতে নড়াইল সদর থানায় এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন, প্রভাতী যুব সংঘের সভাপতি তুজুরডাংগা এলাকার মো. মজিবর হোসেন, সদস্য জরিনা বেগম, রজব আলী, আজিবর, ইলিয়াছ, ঈমান আলী, ওমর, হায়দার, আবু সাইদ ও এনামুল,শরিফুল।
শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজি বটতলা থেকে শাহাবাদ বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়কে রোপণ করা ১০৯টি ফলজ ও বনজ গাছ কেটে অবৈধভাবে বিক্রি করেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সেই গাছের টুকরা ট্রাক ও নসিমন করে নিয়ে যাওয়ার সময় সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেখে ফেলেন। তখন কিছু গাছ জব্দ করে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে জমা রাখেন। পরে উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিয়ার রহমান এ মামলা করেন।
মামলার বাদী ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল শাহাবাদ হাজির বটতলা থেকে শাহাবাদ বাজার পর্যন্ত সরকারি জায়গা থেকে গাছ কাটা ও চুরি করে বিক্রয়ের বিষয়ে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা ভূমি কর্মকর্তা। এ সময় গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করা হয়। ঘটনাস্থলে কর্মরত শ্রমিকদেরকে তখন গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তারা জানান গাছের বেপারি কামরুল মোল্যার কথায় তারা (শ্রমিক) গাছ কাটছেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রভাতী যুবসংঘের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা গত ২৫ মার্চ অনুষ্ঠিত তাদের সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত এর লিখিত প্রতিলিপি প্রদর্শন করেন। প্রদর্শিত প্রতিলিপি পর্যালোচনান্তে দেখা যায়, উক্ত সভায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে বর্ণিত স্থান হতে গাছ বিক্রি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীতে উক্ত কার্যবিবরণীতে প্রশিকা সদর এলাকার ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন গাছ কাটার অনুমতি দেন এবং ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান সেটি অনুমোদন করেন। পরবর্তীতে বর্ণিত আসামিবৃন্দ কোনো সরকারি অনুমোদন ছাড়াই সরকারি খাসজমি থেকে গাছ কর্তন ও বিক্রয় করেন।
শাহাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, গাছ কাটার অনুমতি চেয়ে প্রশিকা যে আবেদন করেছিল তাতে আমি সুপারিশ করেছিলাম। কারণ প্রশিকার লাগানো ওই গাছের অংশীদার ছিল ইউনিয়ন পরিষদ। গাছ কেটেছে প্রশিকা ও তাদের গঠিত সংগঠন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গাছ কাটার ঘটনায় শহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনের নামে মামলা হয়েছে। আসমিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশীষ অধিকারী ঢাকা পোস্টকে বলেন, সরকারি জায়গা থেকে বেআইনিভাবে চুরি করে গাছ কাটার অভিযোগে তাদের নামে মামলা করা হয়েছে।
Leave a Reply