1. shadhinsomoy.com@gmail.com : স্বাধীন সময় : স্বাধীন সময়
  2. info@www.shadhinsomoy.com : স্বাধীন সময় :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

সংকট মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই : প্রিন্স

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

সংকট মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু,  অংশগ্রহণমূলক  ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের শাসন ফিরিয়ে আনা যাবে, তত দ্রুত টেকসই সংস্কারের মাধ্যমে সংকটের সমাধান হবে।  

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিম গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, জিয়াউর রহমান ডুবন্ত দেশকে উন্নয়ন ও স্বনির্ভরতার মহাসড়কে টেনে মূল ভিত্তি স্থাপন করেছিলেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও তার অবদান রয়েছে। তিনি মিডলইস্ট ডিপ্লোমেসি বা মধ্যপ্রাচ্যে কূটনীতির প্রধান উপাদান ছিল নিম গাছ। সৌদি আরবের মরু অঞ্চলে নিম গাছ রোপণ করে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছিলেন। মরু অঞ্চলে নিমগাছ রোপন করে তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। শহীদ জিয়ার নিম গাছ ডিপ্লোমেসি পরবর্তীতে সৌদি আরবসহ আরব বিশ্বে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়নে নিয়ামক ভূমিকা পালন করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রীদের দেশের পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রেখে গণতন্ত্র উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা পতনের পর দেশ এক জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় জিয়াউর রহমানের মতো বিচক্ষণতা, দক্ষতা, সততার সঙ্গে কাজ করতে হবে। বার বার তার কাছে ফিরে যেতে হবে। শহীদ জিয়ার পথচলা কুসুমাস্তীর্ণ ছিল না। তবে তিনি শক্ত হাতে দক্ষতা ও সফলতার সঙ্গে সঙ্গে সব সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। তার সফলতার মূল ভিত্তি ছিল দেশপ্রেম, সততা, নিষ্ঠা এবং গণমুখী পদক্ষেপ। তার ওপর যখনই গুরু দায়িত্ব এসেছে, তখন তিনি দেশ ও জনগণের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্যই তিনি সফল হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম ফজলুক হক ভূইয়া শহীদ জিয়ার স্মৃতিচারণ করে বলেন, জিয়াউর রহমানের ব্যক্তিত্ব, বিচক্ষণতা, দেশপ্রেম সম্মোহনী শক্তির মতো কাজ করে। কৃষি ও কৃষকের কল্যাণে শহীদ জিয়ার অবদান কেউ অস্বীকার করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. এ.কে.এম মাহবুবুর রশীদ গোলাপ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি ও প্রকল্প উপকমিটির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদ, জিয়া পরিষদ বাকৃবি শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর ড. সামছুল আলম ভূইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, বিভাগীয় কো-অর্ডিনেটর কৃষিবিদ ড. মো আকিকুল ইসলাম আকিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট