কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের লইপুরা পূর্বপাড়া হাজি বাড়ির মোসলেহ উদ্দিন ও তার ছেলে শ্রমিক লীগ নেতা শাহজালালের বিরুদ্ধে একই বাড়ির ইঞ্জিনিয়ার সোহেলের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার সোহেল বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজালাল ও তার বাবা মোসলেহ উদ্দিন রাজমিস্ত্রিদের মারধর করে কাজ বন্ধ করে দেয়।
কাজ বন্ধের বিষয়টি আমার চাচা হাজী নুর মোহাম্মদ ও চাচাতো ভাই মিজানুর রহমান অবগত হয়ে শাহজালাল ও তার বাবা মোসলেহ উদ্দিনের কাছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে উল্টো আমার চাচাকে মারতে এগিয়ে আসে। আমাকেও মারধর করবে বলে হুমকি ধমকি দিচ্ছে শ্রমিক লীগ নেতা শাহজালাল।
শ্রমিক লীগ নেতা এতেও ক্ষান্ত না হয়ে আমার চাচাতো ভাই মিজানুর রহমানকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগের দোসর ও আমার কাজে বাধা প্রদানকারী শাহজালালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহআলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, ২৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রায়হান মজুমদার, লইপুরা গ্রামের সর্দার মফিজুল ইসলাম মজুমদার, সমাজসেবক হাজী নুর মোহাম্মদ, জাহাঙ্গীর মৈষান, আব্দুল জলিল, আব্দুর রশিদ, আর্মি মোস্তফাসহ সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১