ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএসপির) অশ্বারোহী দল অংশ নিয়েছে। এতে তারা ১৮টি হরিয়ানা ঘোড়া নিয়ে এসেছেন। সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরু থেকেই তারা একেবারেই সামনের সারিতে অংশ নেন।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হচ্ছে।
অশ্বারোহী দলের সংশ্লিষ্টরা জানান, এবারের আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা হয়েছে। সুঠাম দেহের এসব ঘোড়া আনন্দ শোভাযাত্রার সামনে হাঁটছে। একইসঙ্গে সাজানো হয়েছে রঙিন কাপড় দিয়ে।
চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১