শেরপুর পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পথচারীকে চাপা দেয়। এই দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায় এবং অন্য একটি গাড়িকেও চাপা দেয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাধবী লতা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১