শেরপুরের বাজিতখিলায় বিদ্যুতের তারে জড়িয়ে আক্রাম হোসেন ( ৪৫) ও হানিফ উদ্দিন (৫৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম ছাত্তারকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে হানিফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৮ আকরাম হানিফকে সঙ্গে নিয়ে পানি সেচলাইনের সংযোগ দিতে যায়। বিদ্যুতের লাইন বন্ধ না করে তার জোড়া দিতে গিয়ে আকরাম এতে জড়িয়ে পড়েন। এ সময় হানিফ তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল মিয়া সরকারি, সম্পাদক : শামীম, বার্তা সম্পাদক : ইসমত প্রধান উপদেষ্টা : মোঃ পিন্টু
ঠিকানা : ২২৪ / ১ ফকিরাপুল, মতিঝিল ঢাকা-১০০০ মোবাইল : ০১৭৬৫৮৯৪১৭১