বহু বছর ধরেই লরেন্স বিষ্ণোই’র নিশানায় সালমান খান। একাধিক বার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। এর মধ্যেই খুনের হুমকি আসে শাহরুখ খানের কাছেও। মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ফয়জান খান নামে এক ব্যক্তির থেকে এই হুমকি আসে।
পেশায় আইনজীবী এই ব্যক্তিকে রায়পুর থেকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ছত্তীসগঢ়ের এই ব্যক্তি নাকি শাহরুখ সম্পর্কে নানা রকমের তথ্য জোগাড় করছিলেন বেশ কিছু দিন ধরেই। শুধু শাহরুখই নয়, তার নিরাপত্তারক্ষীদের সম্পর্কেও নানা তথ্য ছিল তার কাছে। এমনকি, এই ব্যক্তির নিশানায় ছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খানও। নিয়মিত আরিয়ান কোথায় যান, কী করেন, সব কিছুর উপর নজরদারি চালাচ্ছিলেন তিনি।
ইন্টারনেট ব্যবহার করেই শাহরুখ ও আরিয়ানের বিষয়ে তথ্য সংগ্রহ করেছিলেন ধৃত ব্যক্তি। ফয়জানের থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন খতিয়ে দেখেই বিষয়টি জানতে পারে তদন্তকারী পুলিশ। সেই মোবাইলের ফোনের ‘হিস্ট্রি’ বলে দিয়েছে, শাহরুখ ও আরিয়ানের ব্যাপারে কীভাবে তিনি তথ্য সংগ্রহ করেছিলেন। কেন শাহরুখ ও আরিয়ানের উপর নজরদারি চালাচ্ছিলেন, এই বিষয়ে প্রশ্ন করলে ধৃত কোনও সদুত্তর দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
বান্দ্রা পুলিশের কাছে শাহরুখের উদ্দেশে প্রথম হুমকি ফোনটি আসে। ফয়জান নাকি একটি মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে বান্দ্রা পুলিশের ল্যান্ডলাইন নম্বর জোগাড় করেছিলেন। গত ৩০ অক্টোবর একটি ফোন কেনেন তিনি। সেই ফোন ব্যবহার করে পরের দিনই হুমকি দেন ফয়জান।
যদিও ফয়জান খান নামের ওই আইনজীবীর দাবি, কিছু দিন আগেই তার ফোন চুরি হয়। তাই তার ফোন নিয়ে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন তিনি। ধৃতের বয়ান খতিয়ে দেখলেও তার সত্যতা এখনও খুঁজে পায়নি মুম্বাই পুলিশ। জানা গিয়েছে, ধৃত আইনজীবী বিশ্নোই সম্প্রদায়েরও ঘনিষ্ঠ।
Leave a Reply